প্রতিটি স্তবই আসলে স্তাবকতা
"King Canute is dead and gone: parasites exist always."
- William Makepeace Thackeray.
আকাশ থেকে আমি টেনে নামিয়েছিলাম অরা
আর বসিয়ে দিয়েছিলাম তাদের মাথার পিছনে
তার কোনটা থেকে বিচ্ছুরিত হতো নীল আলো
কোনটা থেকে টকটকে লাল।
অসাধারন করবো বলে অতিরিক্ত কটা হাত
নাভি থেকে উদ্গত পা...
প্রতিটি রচিত স্তবই আসলে মিথ্যা
প্রত্যেকটি স্তোত্রই প্রকারান্তরে স্তাবকতা
নীলনদ শুকিয়ে গিয়ে পথ করে দিলে
ওঁরা চিৎকার করলেন মশীহা!
ত্রাতা কি হাসলেন ল!
যদি অবশ্য ত্রাতা বলে কেউ থাকেন আদপেই,
তাহলে হয়তো তিনি তাঁর
অভ্রংলিহ সোনার মুকুট খুলে
পরিয়ে দিলেন প্রভাতসূর্যের মাথায় আর তাঁর
বৈদুর্য মণিটি পূর্ণিমারাত্রির কম্বুগ্রীবায়
তারপর আস্তে আস্তে হারিয়ে গেলেন
অরণ্যের আলো আঁধারিতে
কর্ডেলিয়া
আমার মুখের দিকে একবারও দেখোনি তাকিয়ে!
আমার দু চোখ থেকে যে স্নেহ উথলে উঠেছিল
সে শুধু তোমার জন্যে, প্রিয় পিতা!
কী মধুর সে তোমার দ্বিতীয় শৈশব...
তুমি জানতে তোমার মেয়ের আকাশে
অজস্র তারা থাকলেও ভেনাস একমাত্র তুমি
তুমি জানতে, কর্ডেলিয়া তোমার মুখের
একটি কথার জন্যে মরে যেতে পারে
কিন্তু ...
তুমি শুধু একথা জানতে না
অন্যদের মতো কর্ডেলিয়া কোনদিন প্রকাশ্য সভায়
'ভালোবাসি' এই কথা বলতে পারেনি