'কন্ট্রোভার্সি?'
হয়তো পৃথিবী অন্যদিকে ঘুরে যাবে,
কবরে মিশে যাবে যাবতীয় মেঘজল
তবুও হাহাকার জ্বলে উঠবে না।
অথচ জলবিন্দুর মতো নৈবেদ্য পেতে পেতে
গায়ে মেখে নিচ্ছি ক্ষুধার আর্তনাদ...
এই মেঘপবন আরো গাঢ় হচ্ছে বলে
রং মাখাচ্ছে রোদ্দুরে...
বিবর্ণ মানুষ। নীতির নিজস্বতায় বিভোর...
আলোকহীন
যতটা অন্ধকার নামাতে পারো
কারণ খুঁজবে না কেউ
তোমাকে হাততালি ভেবে থুতু চেটে নেবে
যাবতীয় লোভ...
এবং পৃথিবী ঝলমলে হলো একদিন।
তুমি ভেবে নিলে আলোর দিন ক্রমাগত সাথে আছে।
তুমি এগোতে গিয়ে অনেকটাই পিছিয়ে গেছো
আলোকহীন গহীন অচিনপুরে।
তোমার অবয়বে আর কোনো ভাষা নেই
সে সব বিকৃত অন্ধকার।