নির্বাচন
অন্ধত্বই ভবিতব্য, বাকশক্তিহীন নিজেকে বহন করা
আর ভারী পাথরের নিচে মাথাটি পেতে দেওয়া!
এমন আনুগত্যই লোকের পছন্দ, এমন মোলায়েম সহিষ্ণুতা!
মাংসের দোকানে বেঁধে রাখা খাসিটির মতো
আসন্ন মৃত্যুর মুখোমুখি নির্বিকার জাবর কেটে যাওয়া
এমন প্রতিরোধহীন জনগণই ক্ষমতার পছন্দ
এমন খাসি হয়ে যাওয়া গণতন্ত্রই...
ভিড় করে বেছে নেয় লোকে
এরপরে গরম শিক শূকরের পশ্চাতে
লাগাতার ঢোকে...বেরোয়...ঢোকে...
হুজুর
আপনি আমায় মারলে লাথি
সেটাই আমার প্রাপ্য
আপনি যদি আদেশ করেন
বাঘের পিঠে চাপবো
আপনি যখন ডাইনে যাবেন
আমিও যাবো ডাইনে
যতই লোকে কেচ্ছা ছড়াক
যে কাজের যা মাইনে
বলেন যদি চুলকে দেবো
বগল থেকে কুঁচকি
আপনি হলেন পাহাড়প্রমাণ
বাকিরা সব পুচকি
একটু যদি চুন খসে যায়
পানের থেকে বোঁটায়
আমার নামে ফালতু কথা
কানেতে কেউ ওঠায়
হুজুর যেন দোষ নেবেন না
করে দেবেন ক্ষমা
আপনি আমার ডিকশনারি
দাঁড়ি, কোলন, কমা!