দোঁহা

মৌমন মিত্রের কবিতা

 


 নির্ভর

ফের জল, মাটি চাইছ কেন? 
সেই কবে 
হাত বাড়িয়ে দিয়েছ, দিব্য 
তরল, কৃত্রিম, মঞ্চের প্রতি 
একধারে হাততালি, খ্যাতি পেয়েছ 
উঁচুতলার সম্ভ্রমে নতজানু হয়েছ

নাটক শেষে নির্ভার হতে
আজ আমার কাছে কেন? হে কুশীলব 
আমি কেউ নই। তেরোশো প্রাক্তনের 
আঁচড়, কামড় সামলে উঠছি সবে 
এতটুকু তুষারস্নাত জমির তলায়
সুদীর্ঘ ঘন মেঘ হয়ে তীব্র জমে আছি! 

সময় খোঁড়ে অদর্শন, ডাকে
 
সাড়া দেব না। হিমের হাওয়ায় আমার 
আকার খুঁজতে যেও না ।যন্ত্রের ইন্টেলিজেন্সও 
ঈশ্বরীর নীরব সম্মোহন টের পায় না 


ভাস্কর্য 

ধূলিধূসরিত, দূর হও তুমি! 
স্ট্রিটলাইটের লতানো ক্ষীণকায় আলোয় 
কেন বার বার চুম্বন চাইছ?  
কাঙালের মতো বাস করতে চাইছ বুকের পশমে? 

ফোঁপানো নিঃশ্বাসের দিব্যি 
ওহে নাট্য সম্রাট, জিভের ছোঁয়া চাইলে, 
অতীত মুহূর্তের এক্সপ্ল্যানেশন নয় 
চক্ষু ঢেকে আকাশের প্রসারে, অবিকল
আমার নিখুঁত দুটি স্তন আঁকতে হবে 

এ স্পষ্ট, মায়াবী ভাস্কর্য সত্যিই সম্ভব? পারবে?

1 মন্তব্যসমূহ

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন