ওরা খেয়াল করছে না
চকচকে দিন।
সবাই বেশ মেতে আছে।
পেতে রাখা একরঙা চেয়ারে বসা।
মাথার ওপর খোলা আকাশ।
পাখিও উড়ছে বেশ একটা-দুটো।
সেই পাখিদের দেখে দু’একজনের বেশ লাগে।
তারা কি কোনো স্বপ্ন-টপ্ন দেখে?
আগামীর কথা ভেবে কিই বা হবে?
সবাই তো মেতে আছে।
চেয়ার।
কেউ উঠছে
কেউ বসছে।
মাথার ওপর আকাশ।
চকচকে দিন।
মজলিসি হাওয়ায়
যেটা কেউ খেয়ালই করছে না সেটা হল
চারদিকের উঁচু উঁচু দেওয়াল।
সেগুলো একটু একটু করে এগিয়ে আসছে মানুষগুলোর দিকে।
একরঙা চেয়ারে বসা
একরঙা মন।
চকচকে দিন।
মেতে আছে বলেই যেন ওরা খেয়াল করছে না
চারদিকের উঁচু উঁচু দৃশ্যমান দেওয়ালগুলো
একটু একটু করে এগিয়ে আসছে ওদেরই দিকে।
বলুন
কি চান
ছায়া হয়ে যাই?
ঘাস, বোবা আসবাব…উড়ো ছাই?
মাথা ঝোঁকানোর বেলায় প্রয়াস আমার আপ্রাণ।
আজ না হোক আগামীতে কিছু যদি ফোকটে পাই!
স্বার্থের বেলা শর্তের বেলা আমি একপায়ে রাজী।
নামতে নামতে
অন্ধকার ধুলো মাখতে মাখতে
আমি না হয় নিজেই হবো অন্ধকার।
চালচুলো বাছতে বাছতে
হারিয়েছি বীজ নৈতিকতার।
আয়না দেখে খুব সাজি
উলটো যে আমিটা তার সাথে কিসের লড়াই?
শীতের ঘ্রাণ
ভোকাট্টা স্মৃতি
চৌকাঠের ছেদযতি…
ভরা পাতাগুলো ছিঁড়তে
ধাক্কা যথেষ্ট একটা বাহানার।
বলুন ও মশাই! বলুন কি চান?
ছায়া হয়ে যাই?
ঘাস, বোবা আসবাব…উড়ো ছাই?