দোঁহা

রহিত ঘোষালের কবিতা

 


ফাগুন নদী

রিকশায় পেঁচিয়ে যাওয়া শাড়ি 
এলোমেলো হয়ে গেলো আরো

তার উপর পলাশ শিমুল অবগাহন
মৃত্তিকার সামনে তুলে ধরা অঞ্জলি

আরেকবার কি সুযোগ দিতে পারি 
পারিনা মিছিমিছি
পোস্তদানার মতো টিপ ময়ূরাক্ষী
আমি পুরো ফাগুন মাস ছিপ ফেলে বসে থাকি।


বহু পুরনো মুখ

যেসব ঝড় আমাদের সামনে এসে দাঁড়ায়,
 আয়োজন,
আমরা তো অপেক্ষায় ছিলাম,ছিলাম কি?
অণুভা তুমি তো জানতে এরকমটা হবে,
এইসব রাত্রি জয়-পরাজয়হীন,
পুরনো মুখগুলো এখন অসহায়,
সংলাপ তাই অন্য কারুর পক্ষ নেয়,
পিলসুজ আরো নির্মম হয়ে ওঠে।










একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন