হে পাঠক!
এসো পাঠ করে যাও
আমার বেদনা গীতি, প্রেমজ আলেখ্য
এসো পাঠ করে যাও শব্দ বন্ধনী
মায়ায় মায়ায় অক্ষর নিশান
এসো ছু্ঁয়ে যাও
কতখানি পরিশ্রম ও অনিদ্রা রয়েছে বর্ণের ছটায়
এসো দেখে যাও
দিন রাতের ফেরে যেমন হাওয়া-মোরগটি ঘুরছে
না পারার যন্ত্রণায়
যন্ত্রের শরীর আমারও কি কম!
দুর্ভিক্ষ
এই যে এতগুলো অনাথ, এতগুলো কাট পিস
এখানে অন্ধকারে যোনিপথ আঁকড়ে ধরে স্বজাতি ও বিধর্মী
মুখ নেড়ে নেড়ে মাংস খাওয়া হলে ভদ্রলোক,
শ্বেতপদ্ম ফোটায় তলপেটে
তারপর পাঁকের জীবন, মুঠো মুঠো স্তনের আয়োজন শেষে
ভিক্ষা বৃত্তি বেছে নিয়ে কাপড় পরে মায়েরা
পেট ঢেকে, বুক ঢেকেও খাদকের চোখ এড়াতে পারে না
কি হবে শুমারি করে? কি লাভ ধর্ম সম্মেলনে!
ছোঁক ছোঁক করে যে শুয়োরের দল বনে বাদাড়ে রাস্তাঘাটে
দিনে দুপুরে বাজার হাটে
আমরা জনসমক্ষে বলি মহাজন, আড়ালে একেকটি ধর্ষক
ও সাঁই! আমাদের দেশে মেয়ে মানুষের
দুর্ভিক্ষ লাগে না কখনো!