দোঁহা

অনিন্দ্য পালের কবিতা

 


 অব্যাহতি

এবার থামতে হবে জেনে গেছ 
বৃষ্টিটা কমতে কমতে এবার শুকিয়ে উঠবে 
বীজতলা 
যত নিয়ে এসেছিলে সৃষ্টির বুদবুদ 
ফুরিয়েছে সঞ্চয় 
কিন্তু গোমরানো আগুন নিভতে নিভতে জমে যাবে 
গলন্ত লাভা 
ছাইচাপা গুমোট ঘুমাবে আগুনের সন্তান-সন্ততি 

দাবানল নিভলেও পড়ে থাকে দহনের দাগ... 


অবধারিত

এবার গঙ্গার সময় হয়েছে মোহনায় মেশার 
পবিত্র-অপবিত্রতার পাঁচালি শেষ করে 
মন খারাপের তিলক আঁকার সময় হয়েছে এখন 
বেনীআসহকলা আবার মিলেমিশে ধবধবে সাদা 
অর্ধশিরঃকোণে যদিও সন্ধ্যার মগ্নআবেশ 
অবশিষ্টে তবুও জ্বলে ওঠে হিরণ্য-হিম 
এভাবেই পাথর ক্ষয়ে ধস-মাটি নেমে আসে 
বন্ধ হয়ে যায় সময়ের রেস্তোরাঁ 
তারপর কখন আবার ফুটে ওঠে অন্য আলো 
অমীমাংসিত জীবনের বীজ মাথা উঁচু করে বলে 
আমরা এসেছিলাম। 


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন