রাগ বেহাগ
যাই জ্বলতে দেখি তাতেই ফেলে দিই মুঠো মুঠো রাগ
দাউ দাউ জ্বলে যেন তাজা অক্সিজেন পেয়েছে আজ
ভস্ম হয়ে উবে যাওয়া রাগ আর ফিরে আসে না দেহে
তবুও বুঝি মাঝে মাঝে এস্রাজ বাজাতে বসে ছায়াতে
আলাপ চড়াতে চড়াতে মনযোগে তোলে রাগ বেহাগ
চোখ বুঁজে আসে স্থবিরতা এসে শরীরে মৃদুস্বর তোলে
রং নিয়ে খেলা হয়েছে অনেক ফাগুনে বসন্তে অনলে
উঠোন পেরুতে পেরুতে ভুলে যাই কেন প্রিয় ঠিকানা
মানুষের পেটানো শরীরে ভরাট তেজ যেন বারুদমাখা
কাছে টেনে ছেনে ছেনে নরম-মানুষ গড়ে কাঁচাপুতুল
বাজনা বাজে
নানারকমের বেসুরো শব্দ দিয়েও গূঢ় বাজনা বাজে
তাল মিলিয়ে চলে সৈনিক দল এক্ দো এক্ দো থাম
থেমে যেতেই বাজনা থামে চৌচির শব্দের ভ্রূণ ভাঙে
উপশম পেয়ে খুশি হয় আকাশ বাতাস বিশ্ব আলোক
গুনগান যদি গাইতে হয় গেয়ে যাও মিশ্র বন্দনাবাক্য
একটানা বৃষ্টি পড়লে পুকুরের জল বাড়ে তন্ময় দৃষ্টি
ফেলে অক্ষর শব্দের স্রোতে ভাসে অনাবিল তরঙ্গ-
বাজি ধরা যায় কোন সুরে বাজবে বাজনা এই বেলা
গোপন কথামালায় সুর তুলে একটি মানুষ চলে যায়
আরেকটি মানুষের বৃষ্টিভেজা উঠোনে শেষ বাজনায়