এ সময় নতুন পাতার সময়
এখনো শীতের হালকা রেশ আছে,
জমে থাকা ছবিগুলোর মধ্যে তুমি বেশ ভালো আছ,
ফেলে আসা সময়ের ভেতরে যে বিশ্রাম তুমি খুঁজে পাও
সেসব কথা আবার বলতে যেও না সবাইকে,
এই হৃদয়সর্বস্ব বেঁচে থাকা, ঠিক যেন হিমসরিৎ,
বর্ষণোন্মুখ প্রায় প্রতিটা রাত পাপাচারী,
শ্মশানচারণ,
মৃত নিশানের গীত-বাদ্যে, দীপনশক্তিতে, পীতচন্দন মাখা দিনান্তে এই প্রক্রিয়া, এই চমক, আমাকে চয়ন করেছে,
বছরের ঠিক এই সময় সমুদ্র ও কার্পণ্য পাশাপাশি ঘুমায়।
ছদ্মনাম
স্নানের জলে কী মেশাও, বলতে পারিনা, ছদ্মনাম?
তোমার ভেজা চুল থেকে ফোঁটা ফোঁটা জল
সকালের খবরের কাগজ ভিজিয়ে দেয়।
এই তরঙ্গপৃষ্ঠে আমাদের চরম ঘনিষ্ঠতা বিলাসিনী গলনাঙ্কে পৌঁছে আবার ফিরে আসে,
আমরা মাত্রাতিরিক্ত ধূলিধূসর, ছাতিম, হাওয়ামোরগ,
অতিরিক্ত আপেল আপেল,
বুদ্বুদের মতো ভালোবাসি নিশিদিন, গুলজার নাব্যতা।