দোঁহা

সন্দীপন মুখার্জীর কবিতা

 

গন্তব্য


কতদূর হেঁটে গেলে স্বার্থক হয় হাঁটা
কতগুলো বাঁক পার হলে পৌঁছনো যায় গন্তব্যে 
আমাদের গন্তব্য কী-
হাঁটতে হাঁটতে হারিয়ে যাওয়া শ্মশানের ভিড়ে
নাকি হাঁটা, হেঁটে যাওয়া শুধু?


বলো

তুমি যা বলবে তাই
আমার কিছু নেই

তোমাকে নিশি ভেবে এগিয়ে এসেছি
বলো-
এখানেই কি ইতি টানবে
নাকি
আবার সমুদ্র সমতল থেকে শুরু করতে চাও সবকিছু

আমার কিছু নেই
তুমি যা বলবে তাই

বলো-
এইবার বলে ফেলো
আর নীরবতা রেখোনা পাঁজরে 





একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন