দোঁহা

সৌরীশ ঘোষের কবিতা

 


ডেমন- ক্রেজি  

বহুত্বের ওই ডেমোক্রেসি গল্প-কথা বলে যে,   
দেখছি সে এক ডেমোক্রেসি; গ্রাম-শহরে, কলেজে।  
ডেমোক্রেসি রক্ষা করে গুণ্ডা-পাইক ভাড়াটে,
ঠিক যেমনটি রয়েছে লেখা, মধ্যযুগের ধারাতে।   
'গ্যারান্টি’-ঢপ চলবে তবু, সত্যি কথা চলবে না,
লেখাই আছে অশ্রুজলে, অটল শাসন টলবে না।  

গরিবগুরবো ভোট দিয়ে যায় দিন বদলের আশাতে,
দিন চলে যায় একই রকম, ভোট ভেসে যায় বাতাসে।
ডেমোক্রেসির খেলায় মাতে বড়য়-ছোটয় সবজনে,
একবারেতে দিল্লি গেলে, দু'হাত ভরে কাঞ্চনে,    
তোমরা বাপু ‘ম্যাঙ্গো- পিপল’, থাকবে রোদে-ঝড়-জলে,  
ভোটটি দেবে চুপটি করে, দেশপ্রেমে ঢলঢলে।
যতই থাকুক পেটের জ্বালা, কন্ঠে থাকুক গান ধ্রুপদ,
তবেই তুমি সোনার ছেলে, দেশের 'সম্পদ'।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন