দোঁহা

অনিন্দ্য সরকারের কবিতা

 

বুদ্ধং শরণং


আম্রপালি

নগরের পথে তুমি ফিরে যাও ঘরে
দুয়ার ধরে দাঁড়িয়ে নাগরের সারি
তবুও থামো, উদাসী হয়ে ওঠো মন
কামনার রসে ভক্তিগরল বারি। 

তোমার মন জুড়ে বৈরাগ্যের রঙ
বুকেতে জমুক পরজন্মের ভয়
বাসনার ক্ষণ আর কতোটুকু
আবার তো সেই অপচয়। 

নতজানু হয়ে ফিরে এসো তবু
ভাঙাচোরা মন, বিফল প্রাণ
বুদ্ধের কাছে সঁপে দাও সব
জীবন শুধু মুক্তির সন্ধান।


সুজাতা

নিবেদন করো অর্ঘ্য, পরমান্ন
করুণা মিশিয়ে দাও তাতে
বৃক্ষদেবতাও জানে না ঠিক
কী হতে চলেছে শেষ রাতে। 

থামো, ফুরোক মায়ার খেলা
ফিরে যাক কালের রাখাল
আজকে যেটুকু নেই
শতগুণ হয়ে ভরে যাবে কাল। 

এই বিশ্বাসে স্থির হও তুমি
বোধিলাভের পথ গিয়েছে খুলে
পরমান্নের কাছে ঋণী সিদ্ধার্থ
বাহুল্যহীন, বিচ্যুত ঠিক-ভুলে।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন