দোঁহা

দাঁতের সমস্যার মুশকিল আসান- রুট ক্যানাল ট্রিটমেন্ট

 


ডা.শুভায়ু দে

প্র: ডাক্তারবাবু, দাঁতে খুব ব্যথা। একজন ডাক্তারবাবুর কাছে দেখাতে গিয়েছিলাম, বললেন আজকেই রুট ক্যানাল ট্রিটমেন্ট শুরু করতে। আর বললেন বেশিরভাগ ক্ষেত্রেই এন্টিবায়োটিক দরকার হয়না। এটা কেমন কথা?

উ: আজ্ঞে উনি ঠিকই বলেছেন। দাঁতের মধ্যে থাকা পাল্পটিস্যুগুলোর ট্রিটমেন্ট -এর নামই রুট ক্যানাল ট্রিটমেন্ট। বেশিরভাগ ক্ষেত্রে সিঙ্গল সিটিং বা দু তিনটে সিটিং এই কাজ শেষ করা যায়।

এতে বেশিরভাগ ক্ষেত্রেই এন্টিবায়োটিক সেবনের প্রয়োজন থাকেনা।

প্র: রুট ক্যানাল ট্রিটমেন্ট এর তো গ্যারান্টি নেই। কেন করাব। দাঁত তুলে নেব তার জায়গায়।

: সেটা অবশ্যই আপনার পছন্দ। আমরা শুধুমাত্র সাজেশনটুকুই দিতে পারি। তবে এটুকু বলা যেতে পারে চর্বন করার জন্য নিজের দাঁতের বিকল্প আর কিছু নেই

আর চিকিৎসার কোনো গ্যারান্টি হয়না। তবে রুট ক্যানাল জনিত কোনো সমস্যা হলে আপনার সংশ্লিষ্ট ডাক্তারবাবুই আপনাকে সঠিক পরামর্শ দেবেন ও অনেক ক্ষেত্রেই তার পুন:চিকিৎসা সম্ভব।

এবার আসি দাঁতের প্রয়োজনীয়তা। আপনার দাঁত যতক্ষণ থাকছে, আপনার চোয়াল মজবুত থাকছে। আগে বয়স্ক মানুষদের খোলা পড়া দাঁত দেওয়া হত, খাদ্যাভ্যাসও কিন্তু আজকের মত ছিল না।

তাই আপনি যদি মনে করেন সেই খোলাপড়া দাঁত দিয়ে চিবিয়ে ভালোভাবে খেতে চান সেক্ষেত্রে ইমপ্ল্যান্ট এর কথা ভাবতে হবে। বিকল্প আছেই। কিন্তু তা সবই যথেষ্ট খরচসাপেক্ষ।

প্র: রুট ক্যানাল ট্রিটমেন্ট করিয়েছি। ক্রাউন বা ক্যাপ করাতে চাইনা। হবে?

উ: উত্তরটি কেস বেসড। কে কেমন অবস্থায় দাঁত দেখাতে আসছেন, তার ওপর নির্ভরশীল।

প্র: পিছনে দাঁত এ সাপোর্ট নেই, ব্রিজ করা যাবে?

উ: এক্কেবারেই যাবেনা। ক্যান্টিলিভার ব্রিজ আমি নিজে খুব একটা বিশ্বাস করিনা। অনেক ক্ষেত্রে তাকে ব্যর্থ হতে দেখেছি। সেক্ষত্রে কাস্ট পার্শিয়াল ডেঞ্চার বা খোলা পড়া দাঁত বা ইমপ্ল্যান্ট শ্রেয়

প্র: রক্ত তরলের ওষুধ খাই। হার্টের জন্য। এছাড়াও নানাবিধ সমস্যা আছে। সেক্ষত্রে দাঁত তোলা না রুট ক্যানাল ট্রিটমেন্ট বেশি সুরক্ষিত শরীরের জন্য।

উ: নি:সন্দেহে রুট ক্যানাল ট্রিটমেন্ট

প্র: রুট ক্যানাল ট্রিটমেন্টে শুনেছি দুতিন দিন এনাস্থেশিয়া দেওয়া হয়, আবার অনেক ডাক্তার দেননা।

উ: ব্যক্তিগত মতে লোকাল এনাস্থেশিয়া সেফ লিমিটে প্রয়োগে কোন সমস্যা নেই। ওভার ইন্সট্রুমেন্টেশনের জন্য হতেই পারে আপনার দাঁতের গোড়ার পিরিওডন্টাল টিস্যু ইনফ্ল্যামেশন রয়েছে। সে অবস্থায় লোকাল এনাস্থেশিয়া না দিলে ব্যথা হতে পারে। ব্যথা না দিয়ে যে কোনো কাজই গুরুত্বপূর্ণ।

আর বেশিরভাগ ক্ষেত্রেই রুট ক্যানাল ট্রিটমেন্ট ব্যথা-বেদনাহীন।

প্র: একটা দাঁতে রুট ক্যানাল ট্রিটমেন্ট করানো। বাকী দাঁত গুলোয় আর কোনো অসুবিধা হবে না তো?

উ: একটি দাঁতের রুট ক্যানাল ট্রিটমেন্ট শুধু সেই দাঁত ও তা থেকে বিস্তৃত পুঁজ তার ওপরেই সীমাবদ্ধ। অন্য দাঁতের সঙ্গে সম্পর্কিত নয়।

প্র: আগে ওষুধ তো দিন ডাক্তারবাবু, পরে আমরা চিকিৎসা করাব।

উ: এন্টিবায়োটিক ও পেইনকিলার আপনার ব্যথার সাময়িক যন্ত্রণাকে শুধু কমায়, কিন্তু ভিতরে যে ক্ষতি হওয়ার তা চলতে থাকে। হয়তো আপনি ক'দিন পরে এমন ব্যথা নিয়ে এলেন চেম্বারে, যা সাধারণ এন্টিবায়োটিকে কাজই হল না।

লোকাল এন্সেথেসিয়া দেওয়ার পরও ব্যথা ব্যথা ভাব, কারণ আপনি নিজেই আপনার অসুখক নেগলেক্ট করেছেন।

আর হ্যাঁ বলে রাখি,  চিকিৎসা না হওয়া খারাপ হওয়া দাঁত থেকে শুধু মুখগহ্বর নয় শরীরের অন্য অংশেও রোগ হতে পারে।

ছ'মাসে একবার দন্তচিকিৎসককে অবশ্যই দেখিয়ে নেবেন। ছয়মাসে একবার স্কেলিং, রেস্টোরেশন ( যদি দরকার হয়) করানো হলে, দাঁত খারাপ হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে।


Dr. Subhayu De
(B.D.S)
Consultant online Dental Surgeon ( Apollo 24*7-Apollo Hospitals)

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন