পা
বাঁকে বাঁকে ঘুরে গেছি শুধু
যা পাওয়ার কথা ছিল, হারিয়ে ফেলেছি
মুঠোভর্তি সময়, আর দূরের জানালা
পা জানে না
ফেরার পথে আর দেখা হবে কিনা!
সুখপাখি
গাছকে জড়িয়ে ধরে যে সুখ
তা আগুনে নেই।
নেই সেই কলস্বর
ছড়িয়ে পড়া জাইলেম
কোষে কোষে অন্ধবিশ্বাস
ফ্লোয়েমে খাদ্য সঞ্চয়
জল সরবরাহ
রান্নাবান্না আর সালেকসংশ্লেষ
কখনো যদি চোখ ভরে ঘুম আসে
ভেব আমার কথা। আমিও একটা গাছের কম নয়
শুধু ছায়াতে একটু কমজোর।
শরণাপন্ন
এই প্রথম মরণ এসে সামনে দাঁড়াল
বললাম, কি খবর? এতদিন পর
আজকাল আর দেখাই যায় না
খুব ব্যস্ত নাকি? বাড়িতে না অফিসে
প্রেসারের ওষুধ নিচ্ছেন ত ঠিকমত
আবার একটা শীতকাল চলে গেল
সাধারণ বস্ত্রে। বাবার কাছে খুব জেদ করে
এই খদ্দরের চাদরটা কিনেছিলাম, তখন
খুব ছোট, নীল রঙের, এখন
কাচতে কাচতে পুরোটাই
সাদা হয়ে গেছ।
যাইহোক কাজের কথায় আসা যাক
বলুন, কি দরকারে এসেছেন?
মরণ বলল, সে ভালো নেই
সেও পৃথিবী ছেড়ে চলে যেতে চায়।