দোঁহা

শর্বরী চৌধুরীর কবিতা

 


ঠিকানা

দূরের মানুষের খবর নিই
কাছে থাকে যারা,তাদের 
কথা জিজ্ঞাসা করা হয় না আর। 
তাই-দূরের মানুষেরা চলে আসে কাছে
আর কাছের মানুষেরা হারিয়ে যায় 
অন্য ঠিকানায়। 


ঘুম

ইচ্ছে করলেও হারিয়ে যেতে পারি না
হারানোর অনেক নিয়ম আছে যে! 
একটা নির্জন স্টেশনে নেমে যেতে চাই,
যেখানে একটা ছাতিম গাছ ছাড়া আর কিচ্ছু নেই। 
সেখানে বসে দেখতে চাই ছাইরঙা মেঘের
লুকোচুরি। 
ঘুম এলে তাকে আটকাতে চাই না আর।




একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন