দোঁহা

অরিন্দম রায়ের কবিতা

 

 

পুরনো গানের খাতা 

১.
আমার যে দিন...ভেসে গেল সুরে সুরে
অশ্রুতে নয়!
সেই দিন দেখেছি তোমায় 
ভোরের আলোর নিচে 
পুরনো গানের খাতা 
যেরকম হরিদ্রাভ, দু'একটি পাতা ছেঁড়া হয়!

২.
গানের আমি কি বুঝি? সুর, তাল, লয়
স্থায়ী বা সঞ্চারী কিছু এসবের কোনোটাই নয়
তোমার হাসির মতো সংক্রামক আর কি'বা হয়?
দূরে থেকে যত দেখি নদীর পাড়ের মতো বেড়ে চলে ক্ষয়!

৩.
দিন যত চলে যায় অনিবার্য হয়ে ওঠো তত
যেমন তোমার গান হৃদয়ের বারান্দার মতো!
প্রতিটি সুরের গায়ে পৃথিবীর জল, বায়ু, হাওয়া
দেখি নাই কভু দেখি নাই এমন তরণী বাওয়া!

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন