দোঁহা

রবীন বসুর কবিতা

 

 

ভীমসেন জোশী 

কোথাও বেজেছে সুর সুদূর প্রান্তরে

মন তাই পড়ে গেছে খুব আতান্তরে।

কাজেকর্মে মন নেই উদাস দুপুর 

আমাকে আকুল করে রূপকথা দূর।

রামগিরি শৃঙ্গ থেকে বার্তা যায় কেন 

মেঘের পালকে থাকে বিরহ-ই যেন।

অলকাপুরীর দেশ যক্ষপ্রিয়া থাকে 

কুশল সংবাদ তাই পাঠবে যাহাকে।


ধ্রুপদী সঙ্গীত বাজে ভীমসেন জোশী 

খেয়ালে বিস্ময় তিনি কান তো উপোসি।

আষাঢ়ের দীর্ঘ বেলা পেতেছে আসন 

সুরে সুরে বাজে শুধু কালের বাসন।

ধ্বনি ওঠে মন জাগে প্রলম্বিত তান

হৃদয় পুরীতে ভাসে অদ্ভুত সে গান!



বর্ষার গান 


মেঘে মেঘে বৃষ্টি নামে মনটা কাঁদে সই 

এমন ভরা আষাঢ়ে তোরা গেলি কই?

গান বেজেছে পুকুর পাড়ে মেঘমল্লার

বৃন্দাবনি সারং বাজে হৃদয়ে তোমার!

মনে দুঃখ নিয়ে আছি ঘর-মধ্যে একা 

বন্ধু কোথা গেল ওরে কেষ্টচন্দ্র বেঁকা।

কদম গাছ একা ভেজে নদীপাড় ফাঁকা 

ধূসর দিনের স্মৃতি বাজে বিরহী রাধা।


দিনের থেকে বেরিয়ে আসে দিন-ছায়া 

সন্ধ্যায় তুমুল বর্ষা কাঁপে প্রেম-কায়া।

কালিদাসে আছি আমি পড়ি মেঘদূত 

তোমাকে বার্তা পাঠাই ওহে ভুলো ভূত!

অন্তরে বেজেছে আজ সংগীতের মিড়

বিশ্বব্যাপী গড়ে ওঠে প্রেমের সে নীড়!







একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন