১.
একটি নির্জন রাত
বাঘেরা তৃষ্ণা মেটায়
হরিণ সেজে বসে থাকে প্রেমিকা।
২.
জলে ডুবতে থাকে দেহ
জ্যোৎস্না আসে অরণ্যে
বাঘেরা মাংস চিবিয়ে খায়।
৩.
নদীতে বান আসে
প্রেমিকের চোখ ভরে ওঠে লালসায়
অথৈ জলে ভাসতে থাকে দুটি দেহ।
৪.
এভাবে গভীর রাত নামে
জোনাকির দল ছুটে আসে
প্রেমিক প্রেমিকারা তবুও জলে ডুবে থাকে।
৫.
রাত যত গভীর হয়
দেবদারু গাছ দীর্ঘ হয়ে ওঠে
জল নেমে আসে অরণ্যে।
৬.
রাত যেন তাড়াতাড়ি ফুরিয়ে আসে
তৃষ্ণা মিটে যায়
দেহ ক্রমশ শীতল হতে থাকে।