দোঁহা

অর্ঘ্য দের কবিতা

 


স্বপ্ন
 
চোখের তারায় স্থির বাতিঘর
বিমূর্ত আলো। ঢেউ ওঠে, ভাঙে...
যেটুকু চিনেছি, জেনেছি তোমায় 
তার চেয়ে বেশি রাতের আলোয় 
প্রহেলিকা তুমি। আঁধারে ভাঙন—
প্রতীতির পাখি মিশে গেল ভ্রমে। 
পুবের আলোয় বিভাসের সুরে 
ঝরে পড়ে ফুল — মোহের নিগড়।



অভিসার

তারাদের ঘর নিভে গেছে কবে!
দীপের আলোয় সাঁঝের সরণী
আলো অভিসারী। অজ্ঞাতবাস
ছেড়ে ফিরে আসি অনূঢ়া প্রবাহে। 
বাতাসে জড়ায় নামহীন গান —
কাঁপে তিরতির, আত্মমগ্ন...
অনুধ্যান ভাঙে বিরাগী ঋতুর,
প্রথমা নারীর নিশীথ-নূপুরে।               





1 মন্তব্যসমূহ

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন