উন্মাদ
নাভি ছুঁলে তুমি কেঁপে ওঠো
তোমার নাভির গন্ধে,
একশো শিউলি
শত শরৎ
মেঘ হয়ে দোরে দোরে ফেরে
আর কাঠামোর গায়ে চাঁদ
কাঠামোর গায়ে জল
ভাঙা দ্বাদশী...
প্রতিচুম্বনে নিজেকে উন্মাদ লাগে আজ
হেমন্ত
একটা হারিয়ে যাওয়া রেলস্টেশন
ছেলেবেলা রোদ্দুর আর
ভাসা চিঠির মতো,
তুমি ফিরে ফিরে আসো রোজ