দোঁহা

মনোজ অধিকারীর কবিতা

 

 

প্রজন্ম

প্রতিটি মানুষই এক একটা বই
যার লেখক সে নিজেই, পাঠকও

অনন্ত তার পৃষ্ঠার সংখ্যা, খোলা
দিনের শেষে ধুয়ে মুছে নেয় জলে

আবার নতুন করে লিখবে বলে, সে
নিজেই হয়ে ওঠে একেকটা বিরামহীন 

গল্প উপন্যাস–রক্তমাংসের...



একটি কবিতা জন্য

খুব জানতে ইচ্ছে করে
তোমার নাকের ডগার তিলটা
এখনো কি আগের জায়গায়
আছে, নাকি সরে গেছে অন্যদিকে 

খুব জানতে ইচ্ছে করে
এখনও কি সাইকেল নিয়ে চক্কর
দেয় ছেলেছোকরারা পিছু পিছু

মুখটা রেগে গেলে এখনও লাল হয়ে ওঠে

খুব জানতে ইচ্ছে করে
তুমি কি এখনও স্নানের জলের সাথে
গুলিয়ে ফেল চোখের জল?

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন