দোঁহা

রাসবিহারী ঘোষের কবিতা

 


 অন্যমনস্ক কফি 

যে গল্পটা শুরু করতে চেয়েছি, লিখতে পারিনি

কাজের চওড়া টেবিলে
ল্যাপটপ, কাগজের স্তূপ থেকে সরু রাস্তা গড়িয়ে পড়েছে দূর পর্যন্ত

এ রাস্তায় ঘরবাড়ি,গাছপালা বা চা, সিগারেটের ধোঁয়া নেই

ম্যাড়ম্যাড়ে বিবর্ণ নির্জন আঁধার
আমার মত

রক্ত চুঁইয়ে ভিজিয়ে দিচ্ছে
ভাবলেশহীন, বিস্বাদ বাতাস

ঝুঁকে, নিরীক্ষণ করি,
আশ্বস্ত হই,মিল দেখে

হাতে ধরা অন্যমনস্ক কফি
ঠাণ্ডা হচ্ছে সুদৃশ্য কাপে

যে গল্পটা লিখতে চেয়েছি, শুরু করতে পারিনি...আজও।


পরকীয়া

আপাত নিরীহ পুকুরে ঢেউ। মোবাইলের স্ক্রীন থেকে এক ঝলক তাকানো রাতের খেজুর রসের মত।

দূর থেকে হিমশৈলের বরফ ভাসছে মনে।

রঙ খেলছে পাতা আর ফুল, বাগানে।

গাড়ির গতি কমছে।

এটা কি চোখের কারসাজি,

নাকি পুরোটাই ফাঁকি! 

আটকে যাচ্ছে কুয়াশার দৃষ্টি।

রাতছবি এঁকে দিচ্ছে বাতাস। 

উল্কি বেরচ্ছে আগুন। 

ধোঁয়া উঠছে বাগানে।

এভাবেও তাকানো যায় মনের ভেতর।









1 মন্তব্যসমূহ

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন