বদ্ধ কথাদের আলো
ভেসে আসা সেতারের সুরে তাল-লয় অগোছালো হয়ে গ্যাছে
বদ্ধ থাকা পাখির শ্বাসকষ্টের আঁচড় লেগে আছে গাছের ডালে
সেখানে ঝিমিয়ে পড়া পাতার মতো চোখের রেশম বুজে আসা এক পথভ্রষ্ট বসে থাকে
রঙিন পালকেরা উড়ে যায় নদীর জলে
ভুল স্বপ্নে আচ্ছন্ন ভোরে কেঁপে ওঠে জন্মান্তর,
মানুষের ভিড়ে উঁকি দেয় একটা চারাগাছ
প্রকৃতি আরো কাছে আসে
আরো কাছে
যতটা বিচ্ছেদ কাছে আসলে সম্পর্কের সুতো আলগা হয়ে যায় ঠিক ততটা...
মায়াক্ষত
বেলি ফুলের পাপড়ির মতো
ছোটো ছোটো ভালো লাগা খসে পড়ে
আকাশের দিকে
স্নায়ুহীন একটা পাঁজরের মধ্যে বেড়ে ওঠে
দিনযাপনের স্বর
ঋতুবদলের সময় আরো গভীর হয়ে আসে
সেই স্বরের তীব্রতা
আয়নার সামনে স্বেদবিন্দু দৃঢ় হলে নিজেকে উপড়ে ফেলা জলছাপ মনে হয়
আরো এক অন্ধকার কোণায় পৌঁছে চলেছি
যেখানে শুষ্ক মৌসুমের চাদর পাতা আছে।