দোঁহা

শঙ্খ মিত্রের কবিতা


সর্বনাম

ক্রমাগত ফিরিয়ে দিচ্ছে ধৈর্য্যের হিমবাহ
চোখের উপত্যকায় দাঁড়িয়ে আছে যে ভাস্কর্য
তার সন্নিকটে একটা দুটো তারিখ থাকা ভাল
নভেম্বর তার পরিচিতি হারিয়েছে
ঋতুকাল গুনে গুনে ক্লান্ত বালিকার মতো
বারেবারে বয়ে নিয়ে আসে দিব্যস্রাব
এবারে পাল্টে ফেলি মতবাদ
গ্রাসে গ্রাসে অঙ্গিকার ভিজে যাক হেমন্তের শিশিরে
কখনো যদি কেটে যায় নিম্নচাপ
সিঁড়ি গড়িয়ে, চৌকাঠ পেরিয়ে
বয়ে যাবে সমস্ত সোহাগজল
খেয়োখেয়ির চকমকি রঙিন বাজারে
কিছু ব্যক্তিগত সর্বনাম সরিয়ে রাখা ভাল



তুষারপাত

তুমিহীন শান্ত প্রহর
এত এত ভুলের সমাহারে বাঁধা পড়ে চোখ
কোলাহলের কালো থেকে দূরে চলে এসেছি অনেকটাই
অ্যাসেম্বল করি কিছু পূর্বনির্ধারিত ধাঁধা
নিজেরই ছায়ার কুঞ্জতলে জমে ওঠে পাথুরে আলাপ
একেকটা প্রত্যাবর্তন একেক রকম হয়
রহস্য উন্মোচনের খুব কাছে এসে যেন বলা যায়
এখন সন্ধিচুক্তির সময় নয়
তবু জাঁকিয়ে বসে শীত, পাতায় পাতায়
গোধূলির উপবাস শেষে সন্ধ্যা নামে উপত্যকায়
চোখের কোণায় উঁকি দেয় একটা আস্ত শৈলশহর
অভিজাত ক্যাফের কাচের দেওয়াল ভেদ করে
দীর্ঘসূত্রী সময় দ্যাখে
শতাব্দীর শ্রেষ্ঠ তুষারপাত





একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন