মাইক্রোওয়েভ
বাতাস নেভেনি বলে, যাকে যাকে আগুনে রেখেছ
আমি সেই জমদগ্নি, এসো পরমান্ন কর প্রিয়
নিভৃত তারের মাঝে ঘুরে যায় হাওয়াই মোরগ
দেখেছ স্ফুলিঙ্গ সব, রশ্মিতে জ্বলে জ্বলে ওঠে
আমি তো দেখেছি তারে, মুখ থেকে লালসায় ঘোরে
সে ও তার মায়ের পাত্রে ভোগ ওঠে প্রসাদের মত।
অন্ধ
আরো কটা জ্বেলে দাও, বুঝি আমি হাততালি দিয়ে
সাঁইসাঁই ঘুরে যায় আনন্দচরকিখানি
হুল্লোড়ে ঘন্টা বেজে ওঠে
তিনি তো অন্ধকার, লোকে বলে, যে যেটুক
তিনিই যে একমাত্র দেবী যাকে আমি রোজ দেখি।