শূন্য × শূন্য = দ্রোহকাল?
কবিতা পাঠালে সৌজন্য সংখ্যা নয় একটু ভুবনঅন্য-সময় দেবে কি
একটু দীপিকাকালিক বেলা একটু মেঘহীন বৃষ্টি একটু এইরকম অনাসৃষ্টি
কিছু বোঝা গেল না তো
ঈশ্বর পুত্রও বোঝেনি
ও কালি বলিকাঠ থেকে বেরুতে পারি না
এই রুদ্রপলাশ তোর বুকে কি দ্রোহকাল
এই কিংশুক তুইই কি রুদ্রকাল
আমি তো নির্ভেজাল গোপাল
মাখন চুরি করি গুটিগুটি
সে কোন হাত চোখদুটো চেপে ধরে
ফুটি কী না ফুটি
রক্তগোলাপ অন্তকাল
কারা যেন চিৎকার করছে বাঁচাও
সামনেই ইন্তেজাম ইন্তেকাল