দোঁহা

অর্ঘ্য দের কবিতা

 


জলসা 

যে গান তোমাকে জড়িয়ে রয়েছে
ছায়া-ছায়া, আবছায়া
স্বরলিপি থেকে কুড়িয়ে নিয়েছি
চারভাগ মাধুকরী।

আহত দিনের ফ্যাকাশে প্রহরে
শীত ফেলে হিমছায়া,
একাকিনী তুমি গেয়ে চলে যাও
আনমনে আশাবরী।



জলসাঘর 

ভাঙা রিড ছুঁয়ে শোনো কথাদের
সুরালাপে ফিরে আসে —
অজনবী ঋতু : একমুঠো সুখ
বিষাদের ঠিক পাশে।

কমে এল স্বর, ক্ষত জাগানিয়া
অনুসারী অভিযোগ।
গেল না ওদের আততায়ী শখ —
পোড়াবার মনোরোগ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন