নভেম্বর
কাছে এসেও যেভাবে
কত কত কবিতা
হারিয়ে গেল
যেন শহিদ বিপ্লবী,
তুমিও দূরে সরে যাও
ভয় দেখাও,
'তোর সাথে কেউ থাকবে না '
নেই!
মানুষ, দিন, মাস...
শুধু নভেম্বর,
দরজায় কড়া নাড়ে
চা খেতে খেতে
পড়ে শোনায় জীবনানন্দ,
শঙ্খচীল আর একলা বনলতা
সাবধানবাণী
প্রেম করতে করতে আমরা সরে যাচ্ছি
চাতাল থেকে উঠোনে,
চুমু খেতে গিয়ে দুপুর বিকেল এক
আর গুড়ের জ্বালে গোটা পাড়ায ম ম
কত আলো
কত শীত পড়েছে এবারে
তবু একটা স্যান্ডো গেঞ্জি পড়ে বিশু
ঘুড়ি ওড়াবেই!
বাবা, জেঠু, মেজকা
তাকে আটকানোর আজ কারও সাহজ নেই
ছ-দিন কথা বলোনি , ঠোঁট বেঁকিয়ে,
মুখ ঘুরিয়ে পাশ ফিরছ শুধু
হ্যাঁ তোমাকেই বলছি,
আজ দূরে ঠেলার চেষ্টাও করো না!
সাঁই
হাত পা ছড়িয়ে তুমি শুয়ে থাকো
বিছানায,
স্থির যোনিবিন্দু
দুপুর, কোকিল,
সহজিয়া সুরে গেয়ে ওঠেন লালন