দোঁহা

পপি মৈত্রর কবিতা

 


সংলাপ 

তোমার নীরব প্রহরের গভীরে ডুবে গেছে 
আমার কাব্যিক সংলাপের অগভীর ভাষ্য 
মেঘ গাঢ় হলে বোঝা যায় প্রকৃতির মলিন 
অভিমানের চিত্রপটে, ওঠেনি কোন রোদ্দুর  
অপলক দূরগামী দৃষ্টি ক্রমশ ঝাপসা হয়

আলোর নিশানা হাতড়ে খুঁজে পাই ___
আমার নীরবতার একগুচ্ছ অন্ধকার।


রূপান্তর 

চোখের পাতায় ঘুমিয়ে পড়েছে স্বপ্নের কোলাহল 
রূপান্তরিত শিলায় ক্রমশ বদলাচ্ছে রোদের ভাস্কর্য 
স্বপ্নের চূর্ণ বৃষ্টি নেমে আসছে নির্জনতার গা বেয়ে 
নৌকার ছলাতে জলের নীরবতা ভেঙে ভোর হচ্ছে
মাছরাঙ্গার জটিল সাঁতারে কোনো ডুবে যাওয়া নেই

জানি না আর কতটা জল জমালে সমুদ্র হওয়া যায়!


শূন্যতা

অস্থিরতা পেঁচিয়ে দুমড়ে যাচ্ছে বিকেলের মানচিত্র
পৌরাণিকতা চুঁইয়ে ঝড়ে পড়ছে নিঃস্ব রাতের বৃষ্টি
দৃশ্যের গভীরে উদ্ভ্রান্তের মতো ছুটছে গুপ্তচর ঢেউ
রাতের নিস্তব্ধতায় জাগ্রত প্রাণহীন ঘুমন্ত আগ্নেয়গিরি
চাঁদের কলঙ্কে উদ্ভাসিত নগ্ন রাতের বিকলাঙ্গ দাগ

নীরব শূন্যতায় সূক্ষ্মভাবে দগ্ধ অমীমাংসিত সিগারেট।



একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন