দোঁহা

চন্দ্রানী গোস্বামীর কবিতা

 

 

ইলুশন

রুকস্যাক গোছানোই ছিল...

কুয়াশায় মিলিয়ে যায় সবুজ রিকশা।
ধূসর শীতবন। একাকী। বিষণ্ন রবিবার। 
দরোজার কাছ ভাবে, এতোটুকুই কি নেওয়ার ছিল? 

ভিজিটর বুকে লেখা প্রিয় মরসুম।
রমণের আহ্লাদে পথ ডাকে। অথচ
শাদা ফুল ঢেকে দেয় প্রিয় নাম। প্রিয় যাতায়াত।

কদমতলীর মাঠে হানা দেয় হরিণী দুপুর।
আমারও ইচ্ছে হয়--- যেতেই পারি।
পিঠে ব্যাগ। রাতের ট্রেনের টিকিট তোমার নাম ধরে ডাকে।

একবার প্যারোলে যদি ছাড়া পাও
দোহাই, রবিবার রাত থাকতেই পালাব তোমার সাথে।

 
 
যেটুকু চেয়েছি আজ অবধি

আজ গোলাপের দিন। বসেরায় তবু শুধুই কাঁটা।

জেনেও
মুখোমুখি দুটো আর্ম চেয়ারে বসে আমরা গন্ধর্ব মতে ফুল বদল করি
চিত্রকল্পে অসহিষ্ণুতার বলিরেখা মুছে নির্মাণ করি অসংখ্য উষ্ণতার মুহূর্ত, মাস ;

হে প্রজাপিতা,
এমন একটা ব্রাহ্মমুহূর্তের সুলুক-সন্ধান দাও 
যেদিন দুয়ার খুলে দেখব একটা গোলাপের কুঁড়ি হৃদ-বর্ণ হয়ে
শুয়ে আছে আমার অরব আঙিনায়...

নিঃস্ব হয়ে যাবার আগে অন্তত একবার মেঘ জমা হোক 
আমার রিক্ত এই বসেরায়।

 


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন