একটা ঘর আর আগুনের কথা
মাঝেমাঝে তোমার নিয়ে যৌনতার কথা ভাবি
কোন পজিশন তোমার ভালো লাগবে
আনন্দ পাবে তুমি
কোমরের কাছে বসানো তিল,
তিরতির করে কেঁপে উঠবে
যেন আগুনবাতাস,
আনন্দ লেগে ছারখার হয়ে যাওয়া ঘর
ঘর-
ঘরে আমার মন টেকে না
সংসার, তুমিও তো কখনো চাওনি বলো
নেহাত দুবাড়ির...
দুপক্ষ, চুক্তি
আগুন ছাড়া,
আমাদের কখনো কিছুই ছিল না
ঝুলন
ডানদিক বাদিক বেঁকে ঘড়ির পেণ্ডুলাম সমানে না করে গেলেও,
এ চোখের জল বড়ো ভারি
অসহ্য এতো, নেওয়া যাচ্ছে না আর
হে পাখা, শীতকালীন স্তব্ধ দেবতা
ধুলো মাখা ব্লেডের আড়ালে ছোট ছোট ধূসর চোখে তুমি সবটা দেখেছ বলো,
তোমার কষ্ট হচ্ছে না ?
পরিযায়ী চিঠির মত এই নীল রাত্তিরে
সবাই যে যার ঘুমোচ্ছে,
একা আমিই শুধু
রাত দেড়টার মধ্যযুগীয় পিশাচ...
আমায় জড়িয়ে ধরো বন্ধু,
কিছুটা হলেও,
এই কষ্ট নিয়ে নাও