গোলাম চোর
তাসের চলচ্চিত্রে দু হাতে শুধুই
লাল হরতন, অতএব অযথা ভাবি
তোমার কথা
এ যেন সমুদ্রের বুকে দিশাহারা
নাবিক, ভেসে চলে গোলকধাঁধায়
এরপর বলো, দাঁড়ায় কোথায়?
বন্ধুরা রঙ দেখালে, এক খাবলে
গিলে নেয় আমার সঞ্চয়টুকু
তুমিও কি তাই, খেলাছলে আমার
শান্তি ধ্বংস করেছ? এই
পাপ যেন না লাগে তোমার তুরুপে
অথচ আমার রঙের তাসে, তুমিই
ইস্কাবনের বিবি। আমাকে
বেঁধে ফেলেছ কি ভীষণ অভ্যাসে!
পরের দানে, তোমার নামে ছুঁড়ে
দেব হরতনের টেক্কা
এই বিশ্বাসে তাসের ম্যাজিক ঘর
আদতে কি তাই? এ জীবনের তাসে
আমি যে গোলাম চোর
শকুন্তলা
খেও জাল ফেলে শুধুই স্মৃতিটুকু তুলে নেব
যদি কেউ শকুন্তলা, জলাশয়ে আংটি রেখে
গেছে না জেনে...
মৎস্য নগরীতে কে, কোন? কিভাবে চেনাব
পাকে হারানোর ভয়ে, ডুব দিই নি দীঘিতে
যদি ভুলে যায়, যেটুকু আঁকড়ে বেঁচে আছি
শুনেছি এভাবে কত মৎস্যজীবী নেমে, স্মৃতি
খুঁজে নিতে পেরেছে। এরপর ফিরে গেছে
প্রিয়জনের কাছে, গেছে বুঝি, জেলে? তারপর
আমার স্মৃতিতে কে তুমি— কিভাবে চেনাব?