দোঁহা

রহিত ঘোষালের কবিতা

 

 

আদ্যক্ষর

রাস্তা বলতে তুমি আমি একই জিনিস বুঝি না
চুম্বন বলতে তুমি শরম পাও
ঘর বলতে ক্লাসঘর ভেঙে যায়
তাই কি অচল থাকে চক-ডাস্টার

প্রতিটা কাজল পেন্সিলের নিজস্ব উপলব্ধি থাকে
চাঁদ খেলা করে ইঁদারার ভেতর 
তাতে আটকে পড়েছে একটি মাছ
তাই কি অচল থাকে দুপুরের বাজার

সব সিঁড়িই স্বর্গের দিকে যাচ্ছে না
কিছু হাতে পায়ে দাঙ্গা ফ্যাসাদ
রুমালের বুকে আদ্যক্ষর
পুরো নাম কাউকে বলবে না


প্রেক্ষণিকা

দৃষ্টি রেখেছিলে স্থির কাচের মতো জলে,
হৃদতন্ত্রী অথবা তমোগুণ,
এখন খানিকটা বোবা হয়ে আছে
নীল শহরের অন্তঃকেন্দ্র,
তামাদি আবেগ ন্যুব্জপৃষ্ঠ, প্রস্তরমূর্তিবৎ
ষোড়শীর প্রতিপ্রভা,
ভাঙছে ব্যর্থ আয়াস,
আঁতাত হয়নি তোমার কারো সাথে,
খুঁত খুঁজেছে তুষারধবল সময়,
নির্বাত এ বিকেল ত্রুটিহীন হবে 
কেন ভাবলে বলো—

দৃষ্টি রেখেছিলে স্থির কাচের মতো জলে











একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন