অমৃত
১
জোৎস্না কাজল রঙে বিমূঢ় ছিল আকাশ
ও কথা জানবে বলে, সে আমার বিরল অহংকার!
শাখায় রেশমি আদর এঁকে মোহিনী, এ কোন,
এ কোন আয়নায় আড়াল,বলো? মোহে মন প্রথমবার
আমি তো সমস্ত জীবন আমার শরীরে
লিখেছি, সারি সারি মিথ্যুক প্রেমীর স্বভাবী আকার
লজ্জাহীন, পিকাসোর তুলিতে ধরা পড়ে তারই মূঢ় চন্দ্রিকা—
২
পূর্ণগ্রাস শেষ হলে দেখা দিও কেন্দ্রভূত কামস্থল
তার অভ্র আভা রেখো অনেক জীবন।নিরলস।
ওখানে করব বাস, লিখব অমোঘ ব্যভিচার
তুমি কি বোঝো, আমার স্নায়ুস্তন রেখা, মধ্যাহ্নকালীন,
রাত্রিবিলীন, এক বিন্দু তৃষিত,রক্তাভ ওষ্ঠদ্বীপ খোঁজে?
সে রোহিণী নক্ষত্রীয় মুহূর্তে পাপী হও। নির্ভার, পূর্ণ করো
সীমারেখা। এও তো রমণীর রহস্য রূপক-ক্ষয়!
এটুকুই থেকে যাক, শুধু এই, এতটুকু মোক্ষণ যেন,
প্রবাসী রাজপত্নীর শেষ চক্ষুমায়ালীন অমৃতত্ব হয়
_________________________________
