দোঁহা

রাজেশ কুমারের কবিতা

 


 দৈব সংকেত

 

প্রেমও নয় চিরসত্য

আসলে খানিক বিশ্রাম নেওয়া

কার যেন আদেশে

যথাসম্ভব কাজ ফেলে

পথের ধারে বসে থাকা

সেই সব দূর-দূরান্ত

বন্ধু-বান্ধব, সাড়ে ছটার সূর্যাস্ত

সেই সব মিথ্যে

গ্রীষ্ম বিকেলের তিরতিরে কাঁপন থামলে

দৈব সংকেত ভেবে এগিয়ে যাওয়া

অস্ফুটে জানতে চাওয়া

রাখবে আমাকে!

থেকে যাবে আমার কাছে!



প্রেম এক গভীর অসুখ


মধ্যরাতের ঠিক আগে

ক্লান্ত ব্যান্ডেল লোকাল

চলে যায় চুপিসাড়ে

 

শহরের যে রাস্তা

কোলাহলে অপ্রতিহত  

স্মৃতিতে স্মৃতিতে ছয়লাপ

তারা যাবে দূর লোকালয়ে  

রেখে যাবে ফোনালাপ

বহুদিনের না বলা কথা

 

নিঃসঙ্গ ল্যাম্পপোস্ট বলে যা

এই শহর দুঃখ জমায় বালকের

কাছে টেনে নেয় নিদ্রাহীনতায় এসেছে যে

 

প্রেম এক গভীর অসুখ

ছেয়ে যায় জনহীন প্রান্তরে 

 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন