এসকেপ রুট
যেভাবে ফুরিয়ে যাচ্ছি রোজ,
হা হা হাসির ভেতর সৎ প্রবণতাগুলো
ম্যাজিক ছাতার নিচে কত রঙিন জীবন
বেলুনগুলো আটকে রেখেছে পরিধি প্রাচীর
সুতো ছুটে গিয়েও ছাদ ধরে রেখেছে
আর দ্রবণে মিলিয়ে যাচ্ছে প্রাচীন রং
হা ক্রমে বড় হয়ে এলে দীর্ঘশ্বাস বরাবর
এসকেপ রুট
রিং মাস্টার
হাস্যের প্রতিফলন বড় গাঢ়
অথচ অজস্র তীর্যক ওভারল্যাপ
শুশ্রুষার গভীরে সন্দেহ কিলবিল করে
এরপরও কার্নিশে পিছলে যাই
বন্ধনীতে উল্কাপাতের মতো তীক্ষ্ণ
বুঝে ওঠার আগে ব্যাকরণ উল্টে যাচ্ছে সহজাত
সহজ শ্বাসের পাশে বিরতি ভাজছেন
রিং মাস্টার