ঈশ্বরী
শ্রাবণের ভরা বর্ষার মতো এসো
ভাপ-ওঠা অ্যাশফল্টে, দু-দিকের বিস্তীর্ণ
ধানক্ষেত জুড়ে
মুছে দিয়ো পরাজয়ের যত গ্লানি
ঢেকে দিয়ো ছোট ছোট ব্যর্থতা
গভীর রাতে তারা হয়ে ফুটো
অন্ধকারে কুপির আলো
দিগন্তে সীমারেখা হয়ে থেকো
যেন হেঁটে যেতে পারি শতাব্দী
পরজন্মের ওপার থেকে
চিঠি দিয়ো পরজন্মের ওপার থেকে
মায়াবী বাতাসের টানে, উড়ে যাওয়া বেলুনে
ঠিকানা রেখো যুদ্ধবিরতির কাছে, মৃত সৈনিকের এপিটাফে
যে বুলেট ছুটে গেছে শত্রুর শরীর ছুঁতে
ফিরিয়ে এনো তাকে, বেঁধে রেখো আদরে যত্নে
আকাশ ঝাপসা হলে মুছে দিয়ো জন্মতারিখ
ঐশ্বরিক ভালোবাসা ছড়িয়ে দিয়ো দুই জন্মের মাঝামাঝি