দোঁহা

অদিতি ঘটকের কবিতা

  


 পথ

পথ কেবল দূরত্ব মাপার রেখা মাত্র নয়
সে এক অন্তহীন অনুচ্চারিত কবিতার মতো —
 যেখানে পায়ের ধ্বনি মিশে যায় বাতাসে
 আকাশ ফুঁড়ে আসে নতুন দিনের প্রতিশ্রুতি 
 পথ জানে,প্রতিটি বাঁকেই লুকিয়ে থাকে অদৃশ্য প্রশ্নমালার দল
 আলো অথবা ঘন কুয়াশায় মোড়া অবয়ব ঘিরে
 তবু,ভাঙা সেতু, ধুলোমাখা চিহ্ন বুকে নিয়ে
পথ এগিয়ে যায় দিগন্তের দিকে 
 
পথের ধারেই জন্ম নেয় গাছ
অপেক্ষা করে ঠায় দাঁড়িয়ে থাকে ছায়ারা
আর মানুষ সেই পথ দিয়ে এগিয়ে যায় স্বপ্নের দিকে
ভবিষ্যতের সম্ভাবনায় ভরা এক অজানা ঠিকানায়
 
হয়তো গন্তব্যই কাব্যের শেষ কথা নয়
পথে হেঁটে যাওয়াটাই শিল্প
ক্ষুদ্র ক্ষুদ্র পদক্ষেপে একটু একটু করে আমরা রোজ এগিয়ে যাই
আর,গড়ে তুলি আমাদের একান্ত নিজস্ব কাব্য


 বাজনা বাজে

"বৃষ্টি এলে ভিজব খুব দুজন মিলে"
বলেছিলে, জল ছপ ছপ শব্দ তুলে
পায়ের পাতায় 
"এগিয়ে যাবো হাত' টা ধরে 
এই পৃথিবীর শেষ সীমানায় 
তোমায় আমায়
জল টপ টপ পড়বে ঝরে 
শরীর ঘিরে লেপ্টে থাকা পোশাক বেয়ে"

দগ্ধ তাপে পুড়ছে যতেক আনাচ কানাচ
দাবদাহ
হা হুতাশী লেলিহানে গগন চুমে
মনের ভেতর তীব্র দহন
এধার ওধার সব ছাড়খার
উড়ছে গুঁড়ো অবিশ্বাসী বাতাস ঘোরে

"সেই  ভষ্মেই জাগবে আবার নতুন প্রাণ--"
 এই কথাতেই,
তাকাই তোমার শ্যামলা গভীর চোখের তারায়
মেঘের মতো প্রতিশ্রুতির বাজনা বাজে,
ঈশানকোণে পেলব কোমল আদল জাগে
মায়ায় ছায়ায়
তোমার মুখ? 
হোক না হোক, যায় কি আসে
মন গহীনে দ্রিমি দ্রিমি 
প্রতিশ্রুতির বাজনা বাজে


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন