দোঁহা

সবুজ জানার কবিতা



লেবু ফুল 

আমার সাংসারিক উঠোনটা অন্য সবার মত
নিরাপত্তার সাঁজোয়া ও ভালবাসার তনুত্রানে মোড়া, 
যার ঈশান কোণে কোমলমতি লেবু ফুল ফোঁটে
সে সাদা ফুলের অচিন্ত্য রূপ আর তীব্র গন্ধ 
সন্ধ্যা নামলে আঁশটে বটি হাতে দরজায় দাঁড়িয়ে থাকে
সংসার সীমান্তে আমার দূর্গেশনন্দিনী ঠাকুরমা
আমার ঠাকুরদার রামায়ণ আর মহাভারতের মন্ত্রশক্তির 
বেড়া ডিঙিয়ে মাঘী পূর্নিমায় চাঁদের লাবন্যে মিলে ধরে  
রোদ পোড়া নিসর্গ মাখা রোলগোল্ড শরীর।                                                                  
এমন পবিত্র দ্বিতীয় জন্মকাল খুলে ফেলছে 
সকল গাঁট আর মন থেকে মানসিক যন্ত্রনা-
ওতো শুধু লেবু ফুল নয় আত্মার পোশাক‌ও
আমার ঠাকুরদা আর ঠাকুরমা বাগদানের মৌ মেনে
মনের ভেতরের পথ ধরে হেঁটে গ্যাছে আরো ভেতরে 
হেঁসেলে বিতণ্ডাকারি সাংসারিক প্রজাপতি দ্বয়ের 
চাহিদার আর এক নাম আছে, পরমহংসের সাংসারিক মোক্ষ।


কি চাও

আমার অপরাজিতা শরীরের ঘিরে আছে অনেকগুলো না
তুমি আমার মনের মানুষ হলেও সেখানে ট্রাফিক আইন ভাঙ্গা বারন
যদি অনধিকার প্রবেশ কর 
চারিদিকের অনেক আলোতেও আমি কালো হয়ে উঠবো।

আর যদি তোমার বোঝাপড়ার চোখ 
আমার 'না' কে ভালবেসে দাঁড়ায় দেওেয়ালের ওপারে
ভীষণ অন্ধকারেও আমার শরীরে জ্বলে উঠবে পৌলম জোৎস্না। 

ঠিক করতে হবে তোমাকে ভালবেসে তুমি কি চাও
অন্ধকার না জোৎস্না?

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন