মানুষের চরে নদী
নদীরা মানুষের চরে বসে
আত্মা ধরছে
ঢেউগুলি উড়ে উড়ে
ছিটাচ্ছে বিষ
আড়তে জবাই হচ্ছে নৌকা...
ফেরিঘাটে শুধু আজ নদীর সন্ত্রাস
পোড়া পালক
এই অন্ধকারের সামনে
কেউ প্রার্থনা করো না
পোড়া পালক কুড়িয়ে
ডানা বানাও
পৃথিবীর প্রেসে ক্রমশ
মৃত্যুর মুদ্রণ…
ঈশ্বরীর ছায়ার নীচে
বসে থেকো না আর
