দোঁহা

অরিত্র দ্বিবেদীর কবিতা


 
যোগী
 
ভেঙেছে ম্রিয়মান সুখ
ভেঙেছে দীন পরিচয়
কে শুধু অলীকপানে ছুঁয়ে
বারেবারে, 
সেধেছে অপাঙক্তেয় মুখ

ভেঙেছে সাধনা ধ্যান
                                রোজ
উড়ানে গিয়েছে খুব

দূরের সাধনালীন চোখ
খুলে গেছে আবরু মেলে

ভেঙেছে 
ধুনোধূম
অগরু মাখানো জল

খোয়া গেছে দীন পরিচয়


আমি আর বিধাতা ২

ঈশ্বর শিথিল হয়ে গেছেন
তাঁকে ধরে এনে বসাও
ঘিরে ধরো তাঁকে
 
ছেড়ে দাও

ঈশ্বর আবিল হয়ে গেছেন 
তাঁকে ঘরে এনে বসাও
পা থেকে মাথা পর্যন্ত তুলে দাও পাঁচিল 

খুঁড়ে দাও

মানুষ নিড়ানি হয়েছে আজ
ওঁকে ছুটি দাও 
ভিড়ে...
জমায়েতে...

ঈশ্বর শিথিল হয়ে গেছেন
তাঁকে, দূর করে দাও

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন