মানবমিথুনের কাব্য
জ্যোৎস্নাও ফিরে যায় চাঁদের কাছে লজ্জায়
চানঘরে গান হয়ে দাঁড়ায় মানস সরোবরে
ঢেউ তোলা অপ্সরা, দিবারাত্রির কাব্যে তিলককামোদ
পান্ডুলিপি অনাবৃত করে আলুথালু কেশে
হে অরণ্য সভ্য করো এ দুর্বিনীত দ্রাঘিমাকে
হে সমুদ্রঢেউ ওলটপালট করে দাও এযাবৎ সাজানো বিন্যাস
হে মৃনালবাহু বিদ্যুচ্চমকে বিদ্যুচ্চমকে দিগন্ত জড়াও, ভাঙো
হে মোহনা তোমার গর্জন হোক জগৎপ্লাবী প্রাণের উপচানোয়
কোষে কোষে স্নায়ুতে স্নায়ুতে এক আদিম অকৃত্রিম সংঘর্ষ
হাজার হাজার ভাঙনের পথ পেরিয়ে অপসৃয়মান অভূতপূর্ব নির্মাণে
জ্যোৎস্না যেতে চায় জ্যোৎস্নার আরও গভীরে
পেতে চায় রক্তমাংসমেদমজ্জার স্বাদ, সহজ অবয়ব
সহজিয়া সুরে উঠে যায় পর্বতের উচ্চতম শিখরে
অক্ষাংশ দ্রাঘিমাংশ ভুলে শুধু দীর্ঘনিঃশ্বাস
মৃত্যুখাদের কিনারে জীবনের রোমাঞ্চকর জয়গান
সমস্ত সংস্কার খুলে ফেলে নির্ভেজাল আলোর মৃত্যু
আদিম খিদের মাধ্যাকর্ষণে মুক্তিবেগে উড়াল দেওয়া মানবমিথুন!
ডুবুরি ও সমুদ্র
সমুদ্র দ্যাখায় তার ঢেউয়ের উচ্ছ্বাস, আন্দোলন
তবু গভীর থেকে যায় অনাবিষ্কৃত, জলের গহীনে
যেতে চেয়ে ঘূর্ণিজল, কতটা ডুবুরি হতে পারে
সে নিজেই জানে না, শুধু নয়নতারায় রাখে নীহারিকা
গ্যালাক্সি পর্য্যটনে চলে যায় ব্ল্যাকহোলে-
ফিরে আসে নতুন সমুদ্র হয়ে, ঢেউগুলি গভীর গোপন রাখো
পান্ডুলিপি তুলে দাও ঠোঁটে, অনাহত হৃদস্পন্দনে স্পন্দনে
অনুপম কবিতার অভিসার শুরু অনন্ত দ্রাঘিমার বুকে
দিবারাত্রির কাব্যে নতুন গেরস্থালি, শাকান্ন ভোজন
দরদ উথলানো ঢেউ, গভীর মোহনার শরণাগতি
বেসক্যাম্প উপত্যকায়, পাহাড়পর্বতে ভীষণ রোমাঞ্চকর ট্রেকিং
সম্মোহিত দ্রাঘিমা শুধু মগ্ন হতে চায় মুগ্ধতার রেশসমেত
প্রেমিক ডুবুরি একমাত্র জানে সমুদ্রের সহজিয়া স্বাদ ও প্রাণ!
মৃত্যুর চেয়েও বেশি মাধ্যাকর্ষণ
মৃত্যুর থেকেও বেশি মাধ্যাকর্ষণ যদিও প্রেমের ছিল
তবু তার টান ছিল মাধ্যাকর্ষণ থেকে আরও গভীরে
যেখানে ঘন্টি বেজে উঠলেই পূজা সমর্পণ সমেত এক
উত্থান এসে দাঁড়াত। জরায়ু শিল্পের বেদানাডিম্বক
ফার্টিলাইজ হতে হতে কখন যে চাঁদের অপত্য আলোয়
ভরে যায়! নিঙড়ে নির্যাস দিয়ে কখন যে পৃথিবী নিঃস্ব হয় !
বেদনার স্পাইরাল ডি- এন - এ সত্যিই কি আজ্ঞাবহ
নাকি ভীষণ স্বেচ্ছাচারী সেকেন্ডে সেকেন্ডে করে নির্মাণ ও ধ্বংস
চাঁদের পেটে চাঁদের স্থাপনা থেকে ঝরে পড়া চাঁদের সদ্যোজাত
নয়নে ব্ল্যাকহোল ছিল উলটপুরাণে, কঠিন কঠিনতর প্রসবে
সমান্তরাল নেমে আসে বিশাল থেকে বিন্দু অভিলাষী জীবন
রূপলাবণ্যমায়ার খরচে মৃত্যুর থেকেও ভীষণ মৃত্যুর যাপন
তুই কি সেদিন পোড়ারমুখী হয়ে পৃথিবীর রাস্তায় রাস্তায় ফিনিক্স খুঁজিস?
বেদনার বেদানাডিম্বকে জ্যোৎস্নাবহুল চাঁদ জুড়ে দিস্ সেলাইয়ের ফোঁড়ে!
