দোঁহা

অরুপ সরকারের কবিতা

 

আগন্তূক 

সংশয়ে  দিন অতিবাহিত করি আজ কাল,

বিস্মৃতি,
তুমি  চলে এসো,মুখোমুখি বসি।
ভ্রম
তুমি ছিলে বিশ্বাস  উপহার দিয়েছিলে ভালবাসা;

ফুটি ফাটা জীবনে কোনো ক্ষতি ছিল না

ক্ষত 
তুমি দেখিযেছ আয়না, 
চুমুর ক্ষতে নিজেই প্রলেপ দি।

বসন্ত 
বহুদিন পাশাপাশি বসিনি
পাংশু হয়েছে  হাতের রেখা

বার্ধ্ক্য 
বুঝিয়েছে, মায়ের থেকে বড় কোনো জ্যোতিষ নেই।


চিহ্ন 

কেউ কোথাও নেই,অথচ থাকার কথা  ছিল অনেকেরই,
শতব্দী প্রাচীন  ধুলো ঝড়  উড়িয়ে নিয়ে গেছে  সুস্বাদু শীত্কাল।
সমস্টিগত  মানুষ ব্যস্ত ক্ষেত্রফল মাপতে,
কার ক্ষেত্রফল কখন শূন্যে পৌছায় কেউ জানে না।
সকলের দরজায় দাঁড়িয়ে থাকে খ্যাতি অথবা অপমান;
কোথাও কোনো চিহ্ন রাখে না বিশ্বাসী আততায়ী 
যারা জড়িয়েছিল একদিন, রেখেছিল মুখে হাসি,
নিজের  এপিটাফ আমি নিজেই লিখে রেখে আসি।



একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন