প্রেম
সিঁড়িধাপে শ্রাদ্ধের মন্ত্রচ্চারণ
নগ্ন দেবতা একমনে তাকিয়ে দেখেন
পাশে, নব যুব যুবতির অসংখ্য চুম্বনপ্রণালি
বাহুডোরে বাঁধা নাগ লতা
মনে মনে ভাবেন,
গঙ্গা আমায় এমন আদর করে না
বিসর্জনের দিন,
শুধু বিবস্ত্র করে গা চেটে
দূরে ঠেলে দেয়
প্রেম,
মৃত্যুর মত পায়ে পায়ে আসে
পদ্ম
আমার মাথায় হাঁস এসে বসে
তোমার ঠোঁটে জ্বর-গোটা
কাল সারারাত উত্তাপ গেছে নিশ্চয়ই
বুঝি, স্বাভাবিক, প্রথম রাত
তা জামাইবাবুর মায়না কত,
ঘুষ টুষ নেন?
থালা সাজিয়ে তুমি উঠে গেছ ছাদে
টপ টপ জলে সিঁড়ি ভিজে থই
ঘিয়ে রঙা বেডশিট,
কী আশ্চর্য পদ্ম ফুটে আছে!