দোঁহা

দেবব্রত শ্যামরায়ের কবিতা



প্লাস্টিকমঙ্গল কাব্য

এক

বলা নেই কওয়া নেই
মোড়ের মাথার কুড়ানি বুড়িটা
ফট করে মরে গেল

সৎকার করতে এসে
চ্যাংড়া ছেলেপিলে
বালিশ হাতড়ালো
বোঁচকা হাটকালো

পাগলি বুড়িটা কি আশ্চর্য 
আজীবন শুধু আবর্জনা কুড়িয়েছে
জড়ো করেছে
ঠুসে রেখেছে
এখানে সেখানে

বুকের ভেতর
পেটের ভেতর
শিরা ও ধমনীতে
প্লাস্টিক গুঁজে গুঁজে

যেন 
আমাদের চোখের সামনে মরে যাচ্ছে
বুড়ি পৃথিবীটাই



দুই

মাছওলা, ও মাছওলা
একটা প্লাস্টিক দাও না ভাই,
মাছটুকু নেব কীসে?

না বলতেই দিয়েছি দাদা
আপনাদের তো চিনি,
প্লাস্টিক আছে মাছের পেটেই
নাড়ি ও ভুঁড়িতে মিশে



তিন

এক ব্যাগ আবর্জনা ফেলতে এসেছি
বড়োসড়ো থলে হাতে আরেকজন,
ময়লা কুড়োতে

তুবড়োনো জলের বোতল
ফাঁকা ফিনাইলের পাত্র
কৌটো-কাউটি
যা পাওয়া যায়...

দুরারোগ্য পৃথিবীতে আমরা দুজন
এ-ওর হাত শক্ত করে ধরে আছি

শ্রেণি বেঁড়া ছিঁড়ে 
আমাদের মধ্যে এটুকুই যোগাযোগ

নাক্ষত্রিক
অজর অমর
ডিএনএবাহিত



চার

রণে বনে জলে জঙ্গলে
সর্বত্র আমাদের বিপদ
সর্বত্র জমে উঠছে
তোমার আমার সম্মিলিত পাপ

ভালোবেসে যার নাম রেখেছি
কার্বন পদচ্ছাপ


পাঁচ

বৎসর বৎসর চলে গেল,
দিবসের শেষ সূর্য
শেষ প্রশ্ন উচ্চারিল পশ্চিম-সাগরতীরে,
নিস্তব্ধ সন্ধ্যায়---
কে তুমি,

'কনজিউমার',
পেল সে উত্তর।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন