দোঁহা

দেবজ্যোতি দাশগুপ্তের কবিতা

 

 
উপহার

এসেছিলে চকচকে রাংতা মোড়া।
সেই আনন্দ একঘেয়ে কোনও কাজে আসেনি।

খুলেও দেখোনি - যদি দুমড়েমুচড়ে যায়!

সবাইকে দেখিয়ে আলোর ঝলকানি
জাহির হয়েছে কত।

জীবনে যে দুঃখ অধরা…
বিরক্তির মোড়ক সরিয়ে বের করে আনলে,
নিমেষে তা উপহার হয়ে যায়।



মুহূর্ত

ঢিলেঢালা সহজ পোশাকের মতো
আলো হাওয়া এসে লাগুক গায়ে…
এমনভাবেই তো চেয়েছি মুহূর্ত তোমাদের।

উদ্দেশ্যহীন ঘোরাঘুরি, গঙ্গার ঘাট, গাছের ছায়া -
এসব সূক্ষ্ম সুতোর কারুকার্য দিয়ে
আমায় স্রেফ আগলে রাখার কথা ছিল।
অথচ ছোট হতে হতে আঁটোসাঁটো হয়ে উঠছো…
ক্রমশ দমবন্ধ হয়ে আসছে আমার।

বড় হয়ে যাচ্ছি আমি!


পোর্ট্রেট

নিরীহ তুলি দিয়ে অন্যের চিন্তা আঁকা যায় না ! 
স্রেফ মিলিয়ে দেওয়া যায় দৃশ্য।
আঁকা গেলে, বেঁচে যেত বহু জীবন।
না বুঝলে -
কাউকে তাকিয়ে থাকতে বলো সাদা ক্যানভাসের দিকে,
আর পিছন থেকে টিপে দিও ট্রিগার।
দেখবে - মানুষের চিন্তা, কল্পনা, আবেগ,
রাগ, দুঃখ, হিংসে, জেদ সব এক।
এমনকি - সে নিজেও একইভাবে 
তাকিয়ে আছে তোমার দিকে।





একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন