দোঁহা

জয়া ঘোষের কবিতা

 


নামহীন

যাও—
দূরত্বের কোনো মানে নেই এখন,
স্মৃতি তো ফিরে ফিরে আসে প্রতিদিন।

একটি রেখা, রঙহীন —
তবু তার ভেতরই রেখেছি তোমার অবয়ব।

শব্দ নেই, নাম নেই —
তবু ডাকলেই তুমি।



নিঃশব্দ ফিরে যাওয়া 

যদি অন্ধকার নামে নিঃশব্দ পায়ে,
আমি হারিয়ে যাবো ধীরে ধীরে,
গোধূলির কোনো ধূসর অভিমানে,

যেখানে আলো আর ছায়া একে অপরকে ভুলে যায়।

তুমি হয়তো ফিরে যাবে,
পৃথিবীর সব আলোকে পেছনে ফেলে,
প্রিয় নক্ষত্রের দিকে তাকিয়ে প্রিয়তমা" প্রাণ"

যেখান থেকে আর কোনো আলো এসে আমাকে ছুঁয়ে যাবে না।

মিলনের এক সুর শুনতে শুনতে আমিও হারিয়ে যাবো অন্য কোনো গ্রহে, অন্য কোনো আবরণে। 




একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন