আটচালা
নবীনা গৃহ ছিল জানি, আলতাছাপে ভরা তক্তপোষ
সবলা নারী ঘরবাড়ি, কাঠামো গড়ে ওঠে কি উৎসার!
ভাদর মেঘ ডাকে পার্বণে। হেঁসেলে দু’দিনের চচ্চড়ি
এখনও পিপাসা দিন গোনে। মহিষজননী নিরুচ্চার
বিশাদে বিস্বাদে সর্পভয়, অযথা কাঁচাঘুম ভাঙলে পর
কণ্ঠনালী জুড়ে জলচোরা, অশ্রুবারিধারা খাণ্ডবে
দোদুল দুলে ওঠে কৃষ্ণরাই, ভেজানো আম্রপল্লবে
অযথা মাছভাত, সর্ষে-রাই, একাল সর্পদোষ খণ্ডাবে!
জিগীষা রাগিণী কিংখাবে, হ্রদে ও দোয়াবে মৎস্যলাশ
দুশ্চরিত্র ধৌত হয়, আলেকজান্ডার তাই ফেরার
মদনবাণে গড়া এই স্বদেশ, নিদানে দূরগ্রামে বনপলাশ
অধুনা রাইফেল তরবারি, উদয়পণ্ডিত জিভচেরা।
নীলাভ ছবিঘর সাংকেতিক, সত্যি বলো এই অষ্টভুজ
ঝাপসা হয়ে যাক দিক্বিদিক, দেবীরা চিরদিন থাক সবুজ।।
ভ্রষ্টা
লগ্ন বয়ে যায়
কন্যার ক্ষতি হলে
জমিজিরেত বিকিয়ে দেয় ভাত
ভাদরে বাপের ঘর।
কুটুম্ব অঙ্কুশে ধান
মরশুমি ফুলে দ্বিধাবিভক্ত ক্ষেত
সুখ জমে, দুর্গামাস এলে
লগ্ন বয়ে যায়
শিল কোটাবার নাম করে
বসতবাটিতে ঘাঁটি গাঁড়ে
বাদামী হেমন্ত
এখনও ক্ষয়জাত শীলা
নোড়াতে বকুলবিধি,
ব্যাথা বাজে ঘটিতে-বাটিতে
লগ্ন বয়ে যায়
শ্যামলী শুকিয়ে গেলে
আঙুল জড়িয়ে ওঠে রূপোলীবাহার,
নাদ শোনে সিঁদুরদানিতে।
তবে সেতো কঙ্কণ নয়,
পাপ লাগে বাউটি চুড়িতে
জলকরা মকরবালাতে।
কপালে বিষুবমেঘ
শীতের দুপুররোদে সুবচনী গান,
ভেঙে যায় শ্রীমতীতরল
লগ্ন বয়ে যায়...
মার্জারপক্ষ
মগডালে উঠে গেছে আয়ু
বাতাসের অধিকার জানি
ভেবে দ্যাখ পেঁচাদের স্নায়ু
জ্যোৎস্নায় শুধু কানাকানি।
কনকচাঁপায় মোড়া দিন
আঙ্গিকে বেড়ালশাবক
ঘুঘুডাক ক্ষমার অধীন
আমি আর পতিতপাবক।
ক্ষণে ক্ষণে বদলায় মুড
উড্ডীন পুলকিত হাঁস
পানপাতা খুশীর প্রিল্যুড
গাঙচিলে ভাঙনবাতাস।
অধুনা তবুও কিছু তাপ
উত্তুরে হাওয়া দিলে গায়
সংজ্ঞান, নাকি এ প্রলাপ
গাঙচিলে ভাঙন জাগায়।
ক্ষতি নাই। কারুপদে বক
মাছের ত্রিবিধপদে নদ
ব্যাঘ্র, না বিড়ালশাবক
খুঁটে খায় খুশীর সনদ।
গেঁথে রাখা আঁধিটুকু বুকে
বিধাতা বা বাঁধভাঙা শোক
মেঘ জমে ব্যাথার চাবুকে
সুদিনের পলাশ অশোক।
নটেগাছের চারা
হেটমাথা শুয়ে আছে
আড়াআড়ি
আলপথে রসদ না ছাই
কাঁচা তরকারি
কিমাকার, হলুদ সবুজ
রজকিনী ছেড়ে গেছে ঘর,
পাততাড়ি
সেসব ভোলানো দিন
গল্পে বা গানে
বাদবাকি হরিলুঠ, কবচতাবিজ।
গেলে রাখা মাড় শুধু
ঘরের মতন
দুটি শুক, দুটি সারি
অরূপরতন
বীজবোনা সীতাহার বুঝি
শতকে দশকে কুঁজিবুড়ি
সুয়োরানী সই
আমাদের দেশ গেছে চুরি,
ভালবাসবোই…
বৃক্ষে পোশাক বদলায়
রাজা ও উজিরে।।
