কথামুখ
কথামুখ, অভিপ্রায়— সে-ও নাকি লতার অধিক৷
সফলতা, তুমি যে নিরব, নীর, অনুচ্ছ্বাস, ব্রত...
এত দিন পরে দিঘি—ছায়াচ্ছন্ন, অভিমানাহত
মনকে শেখাও নীড়, সুনিবিড়, অপেক্ষার দিক৷
গুরু দিনে শুভ-চিন্তা, ফের লঘু, ঘুলঘুলি জাগে৷
বুলবুলি— সে আমার নিত্যদিন, অন্যমন, শিখা...
উহ্য থাক সবকিছু, পৃষ্ঠা জুড়ে ঢের কুজ্ঝটিকা
তোমাকে লিখিতে পারি যথাবিন্দু যে-রকম আগে!
অসমাপ্ত, সপ্তসিন্ধু— অনাদরে ভাদ্র প্রায় শেষ৷
মাঝে-মধ্যে কথা আলো৷ কেন হবে স্বপ্ন অন্তরায়!
দিকে-দিকে জলছবি... সাদা মেঘ, কাশের মায়ায়
অবকাশ ডুবে থাকে— তুমি হলে কবিতার দেশ৷
আভূমি-অক্ষর, সখ্য— কথামুখ, লতা-অভিপ্রায়৷
তোমাকে জড়িয়ে বাঁচি— একা-একা বিষণ্ন হাওয়ায়...
এই ভোর
এই ভোর যথাব্রত— আবার নতুন করে শুরু৷
সর্বপল্লি, গর্ব হয়৷ তুমি তো শ্রীময়ী, সেই রাধা...
কৃষ্ণন ভাবলে মন, অঙ্কুরিত, বুক দুরু দুরু—
সহাস্যে এগিয়ে যাব৷ গোপনে আপন হোক বাধা৷
তার পর যথাআজ্ঞা, নির্নিমেষ, স্পর্শাতুর শ্বাস
হাঁসেরে চেনাও— বাস, জলবিন্দু, স্রোতে ঝিকিমিকি
মাধবী ভাসিয়া যায়— আমি তার কত টুকু লিখি৷
সমস্ত অক্ষর, সে কি অস্তরাগে মরমি, উদাস!
এই ভোর যথাব্রত— আবার নতুন করে শুরু
তত দিনই সত্য প্রেম— যত দিন বুক দুরু দুরু
- প্রথম পাতা
- বিষয়
- _গল্প
- _কবিতা
- _প্রবন্ধ
- _ভ্রমণ
- _ফটোফিচার
- _বাংলাদেশের কলম
- _ধারাবাহিক
- _ফিল্ম রিভিউ
- _পাঠ পরিক্রমা
- Editions and Archive
- _২৫শে বৈশাখ
- _বৈশাখী সংখ্যা
- _স্বাধীনতা দিবস সংখ্যা
- _প্রাক শারদ সংখ্যা
- _ভারত বাংলাদেশ মৈত্রী সংখ্যা
- _শারদ সংখ্যা
- _মাহশা ইরান সংখ্যা
- _দীপাবলি সংখ্যা
- _ঋত্বিক ঘটক সংখ্যা
- _শক্তি চট্টোপাধ্যায় সংখ্যা
- _শীতকালীন সংখ্যা
- _প্রথম বর্ষপূর্তি সংখ্যা
- _বইমেলা সংখ্যা
- _ভাষা দিবস সংখ্যা
- _দোলযাত্রা সংখ্যা
- _পয়লা বৈশাখ সংখ্যা
- _কার্টুন সংখ্যা
- _শারদ সংখ্যা ১৪৩০
- _বিশেষ সংখ্যা
- _রক্ত করবী সংখ্যা
- Contact Us
- Editorial Team
- About Us
